Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
On the occasion of Great Independence and National Day 2024, auspicious inauguration of 3-day long 'Art Exhibition' with paintings and sculptures by artists of Narsingdi
Details

২৬ মার্চ ২০২৪ তারিখ নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে নরসিংদীর কৃতী চারুশিল্পীদের আঁকা ছবি ও ভাস্কর্য নিয়ে ৩ দিনব্যাপী (২৬-২৮ মার্চ) 'চিত্র প্রদর্শনী' এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনীর ক্যাটালগ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ২৬ মার্চ আমাদের মননে মুক্তির আনন্দ এনে দেয়। এই আনন্দকে আরো মহৎভাবে উপস্থাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে স্বাধীনতা স্মরণে আঁকা চিত্র প্রদর্শনীর। এই প্রদর্শনীতে যাঁরা ছবি এঁকেছেন তাঁরা সকলে এই নরসিংদীরই সন্তান। এ প্রদর্শনীটি নরসিংদী জেলাবাসী সকল মানুষের জন্য আনন্দের এবং একইসাথে গর্বেরও। এই চিত্র প্রদর্শনীতে শিল্পীদের নান্দনিক চিত্রকর্মগুলো সবার মনে স্বাধীনতার স্মৃতিকে বহুদিন ধরে স্মরণীয় করে রাখবে বলে আমি বিশ্বাস করি।

জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত এ চিত্র প্রদর্শনীর বিশেষত্ব হলো এখানে একটি ধাতুনির্মিতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর আবক্ষ ভাস্কর্য প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে। একই সাথে বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ ও আবক্ষ ভাস্কর্যও স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।


[লেখা: এ. এইচ. এম. আজিমুল হক, সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট]

Images
জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটালগের মোড়ক উন্মোচন জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীর গেইট জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ ভাস্কর্য জেলা প্রশাসন, নরসিংদী ও নরসিংদী চারুশিল্পী পরিষদ কর্তৃক যৌথভাবে আয়োজিত এ চিত্র প্রদর্শনীর বিশেষত্ব হলো এখানে একটি ধাতুনির্মিতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর আবক্ষ ভাস্কর্য প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে
Attachments
Publish Date
27/03/2024
Archieve Date
28/03/2025