Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ৩/২২-২৩ নং এলএ কেসমূলে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন মৌজায় ভূমি অধিগ্রহণসংক্রান্ত যৌথ তদন্ত তালিকা প্রকাশ ও আপত্তি দাখিলের গণবিজ্ঞপ্তি
বিস্তারিত

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩/২০২২-২০২৩ নং এল, এ. কেসমূলে নির্বাহী প্রকৌশলী, সওজ, নরসিংদী সড়ক বিভাগ, নরসিংদী কর্তৃক বাস্তবায়িত একনেক কর্তৃক অনুমোদিত "ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্প (২য় অংশ)" বাস্তবায়নের জন্য নরসিংদী সদর উপজেলার বাগহাটা, খিদিরপুর, উত্তর স্বরোপাব, চৈতাব, পৌলানপুর, নিশুন দড়িয়া ও ধোয়াই চৈতাব মৌজায় ৬৪.৭৯৯৭ একর ভূমি অধিগ্রহণের নিমিত্ত নির্ধারিত ছকে প্রস্তুতকৃত ও জেলা প্রশাসক, নরসিংদী কর্তৃক অনুমোদিত যৌথ তদন্ত তালিকা প্রকাশ করা হলো। "স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭” বাস্তবায়ন সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের ১০-১২-২০১৭ তারিখের ৩১.০০.০০০০.০৪২.০৪.০০১.১৪ (অংশ)-৪৫৪ নং স্মারক পত্রের নির্দেশনাবলীর ১২ নং অনুচ্ছেদ মতে যৌথ তদন্ত তালিকার বিরুদ্ধে কারো কোন আপত্তি থাকলে যৌথ তালিকায় অবকাঠামো/ ঘরবাড়ি অন্তর্ভুক্ত না হওয়ার বিরুদ্ধে বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা এবং জমির মালিকানা/ স্বার্থ সংশ্লিষ্টতা সম্পর্কিত যৌথ তদন্তে প্রকাশিত বিষয়ে আপত্তি জেলা প্রশাসক, নরসিংদী বরাবর গণবিজ্ঞপ্তি প্রকাশের ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে দাখিল করা যাবে।

[নিম্নে প্রতিটি মৌজার যৌথ তদন্ত তালিকার পিডিএফ কপি সংযুক্ত করা হলো]

প্রকাশের তারিখ
14/05/2025
আর্কাইভ তারিখ
31/03/2026